বুধবার, ১৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

নতুন সামরিক বাহিনী গড়তে চায় ইইউ

স্নায়ু যুদ্ধের সময় রাশিয়ার আগ্রাসন থেকে পশ্চিম ইউরোপের দেশগুলো রক্ষার প্রয়োজন থেকে তৈরি হয় নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)। তবে এবার ইউরোপের দেশগুলো আমেরিকার সহযোগিতা ছাড়াই নিজস্ব সেনাবাহিনী গঠন করার প্রত্যয় ঘোষণা করেছে। তারা যুক্তরাষ্ট্রকে ছাড়া বিভিন্ন সংকট সামলাতে একটি যৌথ সামরিক বাহিনী গড়তে আলোচনা করছেন ইইউ সদস্য দেশগুলোর পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীরা। ২০২৫ সালের মধ্যে সর্বোচ্চ ৫ হাজার সদস্যের এই বাহিনী গড়তে চায় ইইউ।

এ লক্ষ্যে ২৮ পৃষ্ঠার একটি খসড়া তৈরি করেছেন ইইউর পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেপ বরেল। ইইউ মন্ত্রীরা সোমবার সন্ধ্যায় ব্রাসেলসে এই খসড়া নিয়ে প্রাথমিক আলোচনা করেছেন। গতকালও আলোচনা চলে। আগামী মার্চের মধ্যে খসড়াটি চূড়ান্ত করার পরিকল্পনা করা হয়েছে। ‘ইইউ র‌্যাপিড ডিপয়মেন্ট ক্যাপাসিটি’ নামের এই বাহিনীতে ইইউর ২৭ সদস্য রাষ্ট্রের সবার অংশগ্রহণ বাধ্যতামূলক থাকবে না। তবে এই বাহিনী মোতায়েন করতে ঐকমত্যের প্রয়োজন হবে।

সর্বশেষ খবর