শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

হংকংয়ে সরিয়ে ফেলা হলো গণহত্যার স্মৃতিস্তম্ভ

গণতন্ত্রকামীদের ওপর গণহত্যা চালানোকে স্মরণে রাখার জন্য ইউনিভার্সিটি অব হংকংয়ে যে বিখ্যাত মূর্তি-পিলার অব শেম- স্থাপন করা হয়েছিল, তা সরিয়ে ফেলা হয়েছে। ১৯৮৯ সালে গণতন্ত্রকামী বিক্ষোভকারীদের ওপর তিয়ানানমেন স্কয়ারে ওই গণহত্যা চালিয়েছিল চীন। এর স্মরণে হংকংয়ে ওই বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা মূর্তি চীনের কাছে ছিল উচ্চমাত্রায় স্পর্শকাতর।

সর্বশেষ খবর