বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

দুর্নীতি মামলায় সু চির পাঁচ বছর জেল

দুর্নীতি মামলায় সু চির পাঁচ বছর জেল

দুর্নীতির দায়ে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে পাঁচ বছরের সাজা দিয়েছে দেশটির একটি আদালত। রয়টার্স জানায়, ইয়াঙ্গুনের সাবেক মুখ্যমন্ত্রী ফিও মিন থেইনের কাছ থেকে ৬ লাখ ডলার এবং ১১ দশমিক ৪ কেজি সোনা ঘুষ নেওয়ার মামলায় এ সাজা দেওয়া হয়। সু চির বিরুদ্ধে যে ১১টি অভিযোগ এনেছে দেশটির সামরিক জান্তা তার মধ্যে প্রথম দুর্নীতি মামলায় সু চি দোষী সাব্যস্ত হলেন। এর আগে ডিসেম্বরে   সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভে উসকানির জন্য দুই বছর এবং অবৈধভাবে ওয়াকিটকি আমদানি এবং ব্যবহারের আরেক মামলায় চার বছরের কারাদন্ড দেয় আদালত। সব মামলায় দোষী সাব্যস্ত করা হলে ১০০ বছরের বেশি কারাদন্ড হতে পারে সু চির।

বিচার শেষ হতেই লাগতে পারে কয়েক বছর। গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর থেকে ৭৬ বছর বয়সী সু চিকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

সর্বশেষ খবর