বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

টিভি চ্যানেলগুলো আগে ছিল দর্শনধারী, এখন ধর্ষণধারী : মমতা

কলকাতা প্রতিনিধি

টিভি চ্যানেলগুলো আগে ছিল দর্শনধারী, এখন ধর্ষণধারী : মমতা

সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে একের পর এক খুন, ধর্ষণ, নারী নির্যাতনের মতো অভিযোগ সামনে আসছে। এ ঘটনায় ঘরে-বাইরে যথেষ্ট অস্বস্তিতে রাজ্য সরকার। গতকাল রাজ্য সরকারের সচিবালয় ‘নবান্ন’তে এক সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘রাজ্যের আইনশৃঙ্খলা এমনিতে ভালোই আছে। কিন্তু কিছু কিছু টিভি চ্যানেল নিজের টিআরপি রেট বাড়ানোর জন্য রোজ খুন আর ধর্ষণ দেখিয়ে যাচ্ছে। আগে টেলিভিশন চ্যানেল ছিল দর্শনধারী, আর এখন কেউ কেউ বলেন ধর্ষণধারী। এটা অবশ্য আমার কথা নয়, কেউ কেউ বলছে।’

তিনি বলেন ‘ধর্ষণ হোক বা না হোক, অভিযোগ পেলেই দিয়ে দিচ্ছে। মিডিয়া ট্রায়াল না করে আগে তদন্ত করা উচিত, প্রশাসনের কাছ থেকে ক্রস চেক করা উচিত। এ জন্য তাকে সময় দিতে হবে...।’

মমতার দাবি- ‘আমাদের রাজ্যে গণতন্ত্র আছে বলে এখানে অভিযোগ নেওয়া হয়। কিন্তু উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশে অভিযোগ দায়ের করতে দেয় না। কিন্তু আমাদের এখানে একটা ঘটনা ঘটলেই আমরা তার বিরুদ্ধে মামলা দায়ের করার কথা বলি। এমনকি আমার দলের কোনো ব্লক সভাপতির বিরুদ্ধেও যদি অভিযোগ আসে আমি কোনো ছাড় দিই না। যেটা আমার করা উচিত নয়।’

তার পরামর্শ, ‘ঘটনার সত্যতা যাচাই করে যদি দেখা যায় এটি সত্য, তবে নিশ্চয়ই সম্প্রচার করুন, তাতে কোনো অসুবিধা নেই। এতে আপনার স্বাধীনতা আছে। এতে আমার পক্ষেও পদক্ষেপ নিতে সুবিধা হয়। তাছাড়া আমরা চাই গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক। কিন্তু টিআরপি রেট বাড়াতে গিয়ে ছোট্ট ঘটনা নিয়ে এমন কিছু করবেন না, যাতে এর কোনো বিরূপ প্রতিক্রিয়া পড়ে। এতে গণমাধ্যমগুলোও ধাক্কা খেতে পারে।’

কয়েক দিন আগে বীরভূম জেলার রামপুরহাটের বগটুই গ্রামে একসঙ্গে একাধিক মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা নিয়েও এদিন রাজ্যের পুলিশকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী। পুলিশ সুপারকে উদ্দেশ্য করে মমতার অভিমত- ‘রামপুরহাটের ঘটনায় তোমাদের ভুলেই সরকারের মুখ পুড়েছে। তোমাদের জন্য আমার ফেস লস হবে কেন?’

সর্বশেষ খবর