বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত । মহানবী (সা.)-কে অবমাননা

ভারতকে আল-কায়েদার হুমকি

কলকাতা প্রতিনিধি

ভারতে আত্মঘাতী হামলা চালানোর হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আল-কায়েদা। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই হুমকি দিয়েছে জঙ্গি সংগঠনটি। তারা তাদের অফিশিয়াল মিডিয়া চ্যানেলের মাধ্যমে এই হুমকি বার্তা দিয়ে জানিয়েছে দিল্লি, গুজরাট উত্তরপ্রদেশ ও মুম্বাইয়ে তারা এই আত্মঘাতী বিস্ফোরণ ঘটাতে প্রস্তুত। একই সঙ্গে ওই বার্তায় আল-কায়দার হুঁশিয়ারি কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি শিগগিরই শেষ হয়ে যাবে। উল্লেখ্য, টিভি চ্যানেলে বিজেপি নেত্রী নূপুর শর্মার বক্তব্যের পর এই হুমকি দিলেও আল-কায়দার ভারতের জনগণকে ঐক্যবদ্ধ হতে বলেছে। উল্লেখ্য, টিভি শোতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে জড়িয়ে বরখাস্ত হওয়া বিজেপি মুখপাত্র নূপুর শর্মা বিতর্কিত মন্তব্য করেন। এরপর আন্তর্জাতিক ময়দানে খানিকটা হলেও অস্বস্তিতে পড়েছে ভারত। আপত্তি জানিয়েছে পশ্চিম এশিয়ার একাধিক দেশ। আরবের কয়েকটি দেশ এই বিতর্কিত বক্তব্যের প্রতিবাদ করেছে। মধ্যপ্রাচ্যের একাধিক দেশ ক্ষমা প্রার্থনার দাবি জানিয়ে ভারতের ওপর চাপ সৃষ্টি করেছে। এই দেশগুলোর মধ্যে রয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরান, কুয়েত, সৌদি আরব, জর্ডান, বাহরাইন, ওমান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, আফগানিস্তান এবং মালদ্বীপ।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর