শনিবার, ২ জুলাই, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৯

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৯

ইউক্রেনের ওডেসার বহুতল আবাসিক ভবনে গতকাল ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে অন্তত ১৯ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন -এএফপি

ইউক্রেনে সাধারণ মানুষের ওপর হামলা চালাল রাশিয়া। গতকাল ভোর রাতে ওডেসা অঞ্চলের একটি অ্যাপার্টমেন্টে এবং দুটি হলিডে ক্যাম্পে মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা এসবিইউ। নিহতের মধ্যে দুই শিশু আছে। হামলায় আহত হয়েছে আরও ৩৮ জন। খবরে জানানো হয়েছে, রাশিয়া তিনটি এক্স-২২ মিসাইল নিক্ষেপ করেছে বলে দাবি করেছে ইউক্রেন। এগুলো একটি অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত হানে। যদিও এই হামলার কথা অস্বীকার করেছে রাশিয়া। তবে রাশিয়ার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে জার্মান সরকার। বিবিসি জানায়, সেরিভকা গ্রামের ওই অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়। ওই বিল্ডিংয়ে অন্তত ১৫২ জন ছিলেন বলে দাবি করা হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে আরও মানুষ আটকে রয়েছেন বলে অনুমান উদ্ধারকারীদের। প্রসঙ্গত, গত সপ্তাহেই ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি শপিংমলেও একইভাবে হামলা চালিয়েছিল রাশিয়া। ১৯ জনের মৃত্যু হয়েছিল সেই ঘটনায়।

সর্বশেষ খবর