শুক্রবার, ২২ জুলাই, ২০২২ ০০:০০ টা

জলবায়ু পরিবর্তন নিয়ে কংগ্রেসকে দুষলেন বাইডেন

জলবায়ু পরিবর্তন নিয়ে কংগ্রেসকে দুষলেন বাইডেন

গরমের কারণে ইউরোপ ইতিহাসের সব থেকে খারাপ অবস্থায়। যুক্তরাষ্ট্রেও তাই। এ জন্য জলবায়ুকে দায়ী করা হচ্ছে। তবে  জলবায়ু পরিবর্তন নিয়ে পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার জন্য কংগ্রেস ও সিনেটের দিকে আঙুল তুললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে এক বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকে তিনি জলবায়ু পরিবর্তন নিয়ে একাধিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু মার্কিন কংগ্রেস এবং সিনেটের কারণে সবক্ষেত্রে সফল হননি। এ নিয়ে হতাশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে থেমে না গিয়ে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়ার কথা জানান। তিনি বলেন, যেহেতু কংগ্রেস তার যা করা উচিত তা করছে না, সেহেতু আমিই যা করার করব। এটি একটি জরুরি অবস্থা। তিনি প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা ব্যবহার করে নতুন আইন এবং নিয়ম চালু করার ঘোষণা দেন।

ডয়চে ভেলের খবরে জানানো হয়েছে, ২০২০ সালে ক্ষমতায় এসেই জলবায়ু সংক্রান্ত একাধিক সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন বাইডেন। বলেছিলেন, বিশ্ব উষ্ণায়নকে মোকাবেলা করার জন্য বিভিন্ন রাজ্যের সঙ্গে যৌথভাবে পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু বাস্তবে তা সম্ভব হয়নি। তবে বাইডেন জানিয়েছেন, এবার প্রেসিডেন্ট হিসেবে তিনি যে বিশেষ ক্ষমতা পেয়ে থাকেন তা ব্যবহার করেই জলবায়ু পরিবর্তন ঠেকাতে কাজ শুরু করবেন তিনি। তার ইচ্ছা দুই দশমিক তিন বিলিয়ন ডলারের একটি ফান্ড ঘোষণা করা। এই ফান্ড দিয়ে বিভিন্ন অঙ্গরাজ্যে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত পরিকাঠামো গড়ে তোলা হবে।  বাইডেনের মতে, তাপপ্রবাহে, খরায়, দাবানলে, বন্যায় দেশের বিভিন্ন অঙ্গরাজ্য ক্রমাগত ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোনো অঘটন ঘটলে সরকার ব্যবস্থা নেয়। কিন্তু নতুন ফান্ড দিয়ে অঘটন ঘটার আগেই তা রোখার ব্যবস্থা করা হবে।

 

সর্বশেষ খবর