শুক্রবার, ২২ জুলাই, ২০২২ ০০:০০ টা

পুতিন অসুস্থ এমন কোনো তথ্য নেই

সিআইএ প্রধান

ইউক্রেনে রাশিয়া হামলা চালোনোর পর থেকে পশ্চিমা গণমাধ্যম মাঝে মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাস্থ্য নিয়ে নেতিবাচক সংবাদ পরিবেশন করছে। বিশেষ করে তার ক্যান্সার হয়েছে বলে জানানো হচ্ছে। তবে এ সব সংবাদকে ভুয়া বলেছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিআইএর প্রধান উইলিয়াম বার্নস। তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাস্থ্য খারাপ হয়ে পড়েছে এমন কোনো গোয়েন্দা তথ্য নেই। সিআইএ প্রধান বলেন, ক্যান্সার বা এরকম কোনো রোগ নিয়ে কিছু বলার মতো কোনো প্রমাণ নেই। তিনি ঠাট্টা করে বলেন, পুতিনকে দেখে মনে হয় তার স্বাস্থ্য ‘খুব বেশি রকমের ভালো।’

এ বছরই পুতিনের বয়স ৭০ হবে। তার ভগ্ন স্বাস্থ্যের খবর আবারও উড়িয়ে দিয়ে ক্রেমলিন বলেছে, এসব রিপোর্ট ‘ভুয়া ছাড়া কিছুই নয়।’ বার্নস বলেন, ‘পুতিন স্থির নিশ্চিত যে রাশিয়ার নেতা হিসেবে তার লক্ষ্য হচ্ছে দেশটিকে একটি বৃহৎ শক্তিধর দেশ হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করা। তিনি আরও বলেন, ‘পুতিন তার বাগাড়ম্বরে যা বলেন তা সত্যি সত্যি বিশ্বাস করেন। আমি তাকে ব্যক্তিগত কথাবার্তার সময়ও বলতে শুনেছি ইউক্রেন কোনো দেশ নয়।’ বার্নস বলেন, ‘তিনি যাই বলুন-প্রকৃত দেশ হলে তা পাল্টা লড়াই করে এবং ইউক্রেন ঠিক তাই করেছে।’

সর্বশেষ খবর