শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

মোদি ও আদানির বিরুদ্ধে মার্কিন আদালতে মামলা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শিল্পপতি গৌতম আদানি এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির বিরুদ্ধে মার্কিন আদালতে মামলা হয়েছে। আদালত এ তিনজনকে সমনও জারি করেছেন। পেগাসাস, দুর্নীতিসহ একাধিক ইস্যুতে মামলাটি করেছেন রিচমন্ডের চিকিৎসক লোকেশ ভায়ুরু। নিউইয়র্কে ভারতীয়-আমেরিকান আইনজীবী রবি বাত্রা ইতোমধ্যেই এটিকে ‘ফিনিশড কেস’ বলে অভিহিত করেছেন। এদিকে মোদি, জগনের মতো নেতা ছাড়াও আরও অনেক লোককে কলম্বিয়ার ডিস্ট্রিক্টের মার্কিন জেলা আদালতের তরফে সমন জারি করা হয়েছে।  অন্ধ্রপ্রদেশে জন্ম নেওয়া ভারতীয়-আমেরিকান ডাক্তার কোনো দলিলি প্রমাণ ছাড়াই এই নেতাদের বিরুদ্ধে মামলা করেছেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে মামলাকারী নিজে অভিযোগ করেছেন যে, প্রধানমন্ত্রী মোদি, জগনমোহন রেড্ডি এবং আদানিসহ বেশ কয়েকজন ব্যক্তি দুর্নীতি এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহারের সঙ্গে জড়িত। গত ২৪ মে মামলাটি করা হয়েছিল। এবার সেই মামলায় মোদি, আদানিদের সমন জারি করা হয়েছে।

সর্বশেষ খবর