শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

লিজ ট্রাস হতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

লিজ ট্রাস হতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

বরিস জনসনের পর ইংল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। গতকালই ব্রিটেনের কনজারভেটিভ পার্টির সদস্যদের নির্বাচনে প্রধানমন্ত্রী পদে অনেকটা নির্বাচিত হয়েছেন। ইংল্যান্ডে গ্রীষ্মকাল জুড়ে প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য দলের এমপিদের ভোট চলে। প্রায় দুই লাখেরও ওপর টোরি সদস্য ভোট দিচ্ছেন। শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করেন পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ও সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। এই লড়াইয়ের ফল ঘোষণা হবে আগামী সোমবার। ওইদিনই রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে পদত্যাগপত্র জমা দেবেন প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে প্রাক্তন চ্যান্সেলরের সঙ্গে এই লড়াই উপভোগ করছেন বলেই জানিয়েছেন ট্রাস।

হবু ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি শ্রমিক সংগঠনের : ব্রেক্সিট জটিলতা থেকে জ্বালানি জ্বালা। একের পর এক সমস্যায় চাপের মুখে পড়েছে ব্রিটেনের অর্থনীতি।  এর মধ্যে সমস্যা আরও বাড়িয়েছে সরকারি শ্রমিক সংগঠন। তাদের হুঁশিয়ারি, হবু ব্রিটিশ প্রধানমন্ত্রী যেদিন শপথ নেবেন, সেদিনই ধর্মঘট শুরু করা হবে। রয়টার্স সূত্রে খবর, বেতন বৃদ্ধি, স্বাস্থ্য পরিষেবা, সুরক্ষা এবং অন্যান্য দাবিতে ধর্মঘটের হুমকি দিয়েছে সরকারি ট্রেড ইউনিয়নগুলো। ৫ ও ৬ সেপ্টেম্বর ধর্মঘট চলবে বলে বৃহস্পতিবার জানিয়েছে তারা। পরিস্কারকর্মী, নিরাপত্তারক্ষী থেকে শুরু করে হাজার হাজার সরকারি কর্মীরা হরতালে যোগ দেবে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ খবর