শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

গোতাবায়া আজই শ্রীলঙ্কা ফিরছেন!

গোতাবায়া আজই শ্রীলঙ্কা ফিরছেন!

এক মাসের বেশি সময় কার্যত নির্বাসনে কাটাচ্ছেন শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। আজই তিনি নিজ দেশে ফিরছেন বলে শ্রীলঙ্কার এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। শ্রীলঙ্কায় নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও ব্যাপক বিক্ষোভের মুখে গত ১৩ জুলাই দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে যান ৭৩ বছর বয়সী গোতাবায়া। এক দিন পর রাজাপক্ষে মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে চলে যান। ১১ আগস্ট সিঙ্গাপুর থেকে থাইল্যান্ডে যান তিনি। বর্তমানে সেখানেই আছেন। তার পক্ষ থেকে দেশটির প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহকে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। জানা গেছে, সিঙ্গাপুর হয়ে থাইল্যান্ডে পৌঁছানোর পর তাকে একটি হোটেলে সুরক্ষা দিয়ে রাখা হয়েছে। কার্যত সেখানে নিরাপত্তা নিয়ে সংশয় থাকায় তাকে হোটেল বন্দি করে রাখা হয়। এদিকে তার ছোটভাই বাসিল রাজাপাকসে, যিনি অর্থমন্ত্রী ছিলেন, তিনি এরই মধ্যে প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তার ভাইকে ফেরার ক্ষেত্রে নিরাপত্তা দেওয়ার অনুরোধ করেছেন। অন্যদিকে নিজেদের দল শ্রীলঙ্কা পোদুজনা পেরামুনা তার নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়েছে। সংবিধান অনুযায়ী দেশটির সাবেক প্রেসিডেন্টরা দেহরক্ষী, একটি গাড়ি এবং বাসা পান। গোতাবায়া ক্ষমতাচ্যুত হওয়ার পর শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হয়েছেন রণিল বিক্রমাসিংহে।

সর্বশেষ খবর