শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
শেষ মুহূর্তে গুলি বের হলো না

বেঁচে গেলেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

বেঁচে গেলেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

একজন বন্দুকধারী ভিড়ের মধ্যে আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের কপাল তাক করে গুলি করলে অস্ত্রটি ঠিকমতো কাজ না করায় তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। ভিডিও ফুটেজে দেখা গেছে ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফের্নান্দেজ ডে কির্চনারকে তার সমর্থকরা ঘিরে আছেন এবং এক পর্যায়ে তার মুখের ওপর একটি অস্ত্র তাক করে গুলি করা হচ্ছে। গতকাল ফের্নান্দেজ ডে কির্চনার আদালত থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় ওই ঘটনা ঘটে। পুলিশ বলছে ওই বন্দুকধারীকে আটক করে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে অভিযুক্ত ব্যক্তি ৩৫ বছর বয়সী ব্রাজিলিয়ান বংশোদ্ভূত। পুলিশ এখন বামপন্থি এই নেতার ওপর এই হামলার উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করছে। ক্রিস্টিনা ফের্নান্দেজ ডে কির্চনার ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগের চার বছর তিনি দেশটির ফার্স্ট লেডি ছিলেন। দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফের্নান্দেজ বলেছেন, বন্দুকটিতে পাঁচটি বুলেট ছিল। কিন্তু ট্রিগার চাপার পরে গুলি বের না হওয়ায় তার ভাইস প্রেসিডেন্ট প্রাণে রক্ষা পেয়েছেন।

 

 

সর্বশেষ খবর