শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ইলন মাস্কের দাবি ঘিরে চাঞ্চল্য

ইলন মাস্কের দাবি ঘিরে চাঞ্চল্য

উদ্ভট সব মন্তব্যের জন্য বিখ্যাত হয়ে উঠছেন বিশ্বের সবচেয়ে বড় ধনী ইলন মাস্ক। টুইটারে তাঁর সব অনুসারীকে একটি উদ্ভট তত্ত্বের কথা বলে আরও একবার খবরের শিরোনামে উঠে এলেন বিলিয়নিয়ার মাস্ক। তিনি ডাইনোসরের মৃত্যু সম্পর্কে বিবিসির একটি নিবন্ধের লিঙ্ক শেয়ার করেছেন। আলোচনায় তিনি তুলে নিয়ে এসেছেন মানব জাতির ধ্বংস হয়ে যাওয়ার কথা, তাঁর মতে এ ধ্বংসের দিন বেশ কাছাকাছি। তিনি লিখেছেন, ‘এটা আবার ঘটবে, সময়ের ব্যাপার মাত্র।’

বিবিসির আর্টিকেলে লেখা হয়েছে, ‘ক্রিটাসিয়াস শেষ করে দেওয়া গ্রহাণুটি টাইরানোসরাস এবং ট্রাইসেরাটপসের মতো বিখ্যাত ডাইনোসর এবং তার সঙ্গে আনজুর মতো কম পরিচিত, অথচ উদ্ভট প্রাণীদের ধ্বংস করে দিয়েছিল।’ ইলন মাস্কের অনেক অনুসারী তাঁর দাবির সঙ্গে একমত। একজন ব্যবহারকারী বলেছেন, ‘পৃথিবীর ১০% অতীতে আমরা জানি যে, পাঁচটি বড় ব্যাপক বিলুপ্তি ঘটেছে। তাই প্রতি ৫০-১০০ মিলিয়ন বছরে একটি করে বিপর্যয় ঘটে। বিগত ৬৫ মিলিয়ন বছরে পৃথিবী ভয়ংকরভাবে শান্ত ছিল.. জাস্ট এটা বলছি যে, দুটো গ্রহে বেঁচে থাকা, বেশ ভালোই শোনাচ্ছে এখন।’

সর্বশেষ খবর