শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

মিয়ানমারে যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূতের কারাদণ্ড

মিয়ানমারে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত ভিকি বোম্যান ও তার স্বামী হতেইন লিন দুজনকেই এক বছর করে কারাদণ্ড দিয়েছে সামরিক আদালত। অভিবাসন আইন লঙ্ঘনে দোষী সাব্যস্ত হয়েছেন তারা। এই দম্পতি গত সপ্তাহে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে গ্রেফতার হয়েছিলেন। বোম্যানের বিরুদ্ধে ভিসা আইন লঙ্ঘন এবং তার স্বামীর বিরুদ্ধে তাকে মিয়ানমারে থাকতে সহায়তা করার অভিযোগ আনা হয়। বোম্যান ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত মিয়ানমারে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছিলেন। আর তার স্বামী হতেইন লিন এক বার্মিজ শিল্পী এবং সাবেক রাজবন্দি। বোম্যান বর্তমানে ইয়াঙ্গুনে অবস্থিত ‘মিয়ানমার সেন্টার ফর রেসপন্সিবল বিজনেস’ (এমসিআরবি)- পরিচালনা করে আসছেন। যুক্তরাজ্য সম্প্রতি মিয়ানমারে সামরিক বাহিনী সংশ্লিষ্ট ব্যবসায় নতুন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত জানানোর পাশাপাশি আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিসি) মিয়ানমারের বিরুদ্ধে চলা মামলায় যোগ দেওয়ার ঘোষণা দেওয়ার পরই জান্তা কর্তৃপক্ষ বোম্যানকে গ্রেফতার করে।

এ ছাড়াও মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে যুক্তরাজ্য কঠোর অবস্থান নিয়েছে এবং বর্তমান ব্রিটিশ রাষ্ট্রদূত দেশটি থেকে বহিষ্কারও হয়েছেন।

 

সর্বশেষ খবর