রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

মিখাইল গর্বাচেভকে শেষ শ্রদ্ধা

মিখাইল গর্বাচেভকে শেষ শ্রদ্ধা

মস্কোর বিখ্যাত হল অব কলামসে রাখা মিখাইল গর্বাচেভের মৃতদেহে গতকাল শেষ শ্রদ্ধা জানানোর জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন হাজারো মানুষ। মঙ্গলবার মস্কোর একটি হাসপাতালে মারা যান সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ এই নেতা -এএফপি

হাজারো মানুষ মস্কোর বিখ্যাত হল অব কলামসে রাখা মিখাইল গর্বাচেভের মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। রক্তপাতহীনভাবে স্নায়ু যুদ্ধের অবসান ঘটাতে সক্ষম হওয়ায় পশ্চিমা বিশ্বের কাছে দারুণ সমাদৃত ছিলেন সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ এই নেতা।

গত মঙ্গলবার মস্কোর একটি হাসপাতালে মারা যান এই নেতা। তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি গুরুতর, দীর্ঘস্থায়ী রোগে ভুগছিলেন বলে হাসপাতাল থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছিল।

মস্কোর কেন্দ্রস্থলে অবস্থিত হাউজ অব ইউনিয়নস ভবনের বিখ্যাত বলরুম হল অব কলামসে গতকাল গর্বাচেভের শেষকৃত্যানুষ্ঠানের আয়োজন হয় বলে জানায় বিবিসি। হাজার হাজার মানুষ কয়েক ঘণ্টা ধরে লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে ফুল দিয়ে তার কফিনে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। তবে গর্বাচেভের শেষকৃত্যানুষ্ঠান পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হচ্ছে না। এমনকি, ব্যস্ত কর্মসূচির কথা বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনও শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিচ্ছেন না। যদিও পুতিন প্রশাসনের প্রটোকল বিভাগ গর্বাচেভের শেষকৃত্যের অনুষ্ঠানটি আয়োজন করেছে এবং তাকে ‘মিলিটারি গার্ড অব অনার’ দেওয়া হয়েছে। বিবিসি

সর্বশেষ খবর