সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

গোতাবায়া ফের আলোচনায়

গোতাবায়া ফের আলোচনায়

দেশে ফিরেছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।  প্রেসিডেন্ট থাকা অবস্থায় দেশ থেকে পালিয়ে পদত্যাগ করে ফের দেশে ফিরে এবার রাজনীতিতে পুনর্বাসিত হতে চাইছেন। তবে আন্দোলনের অন্যতম এক নেতা জানিয়ে দিয়েছেন, অন্য নাগরিকদের মতো তার দেশে ফেরার অধিকার আছে। তবে তিনি রাজনীতিতে যুক্ত হলে আবার আন্দোলন, বিক্ষোভ শুরু হবে। এর ঠিক বিপরীত অবস্থান নিয়েছেন শ্রীলঙ্কা পোদুজনা পেরামুনা ন্যাশনাল লিস্ট দলীয় এমপি সীতা আরামবেপোলা। তিনি বলেছেন, যদি সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া পার্লামেন্টে প্রবেশ করতে চান, তাহলে তিনি পদত্যাগ করে নিজের আসন ছেড়ে দিতে চান তার জন্য। তবে এ বিষয়ে এসএলপিপি বা অন্য কোনো দল থেকে তার কাছে অনুরোধ যায়নি বলে জানিয়েছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মিরর। তিনি বলেছেন, দলের ভিতরে এখন পর্যন্ত এ নিয়ে কোনো আলোচনা নেই। শনিবার সকালে সিঙ্গাপুর হয়ে কলম্বো ফেরেন ৭৩ বছরের এই রাজনীতিক। কলম্বোর বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন লঙ্কান মন্ত্রী ও রাজনীতিকরা। দেশে ফিরেই সরকারি বাসভবন পেয়েছেন গোতাবায়া।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর