বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ফ্যাশনদুরস্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী

ফ্যাশনদুরস্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী

একসময় প্রায় গোটা বিশ্ব শাসনকারী ব্রিটেন নতুন একজন প্রধানমন্ত্রী পেয়েছে; ৪৭ বছর বয়সী মেরি এলিজাবেথ ট্রাস; সংক্ষেপে লিজ ট্রাস। ডেইলি মেইল গতকাল একটি প্রতিবেদনে বলেছে, ফ্যাশনের ক্ষেত্রে যুক্তরাজ্যের লৌহমানবী খ্যাত সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে নিজের আদর্শ মানেন নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। তার বিজয়ের পরপরই ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর ফ্যাশন সচেতনতা নিয়েও আলোচনা শুরু হয়। পোশাকপরিচ্ছদ ও জুতা থেকে শুরু করে গহনা- সবকিছুতেই তার ফ্যাশন সেন্স গণমাধ্যমজুড়ে বেশ প্রশংসা কুড়িয়েছে। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য ডেইলি মেইল লিখেছে, মার্গারেট থ্যাচার নিজের নীল রঙের একটি স্যুটের জন্য সবচেয়ে বেশি আলোচিত ছিলেন। নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসকেও  প্রায়শই একই ধরনের পোশাকে দেখা যায়। যুক্তরাজ্যের বিখ্যাত ব্র্যান্ড কারেন মিলেন (কেএম)-এর পোশাকের প্রতি তার বিশেষ আগ্রহ আছে। গেল সপ্তাহে বিবিসি বিতর্ক অনুষ্ঠানেও নতুন প্রধানমন্ত্রীকে মার্গারেট থ্যাচারের নীল (রয়্যাল ব্লুু) পোশাকের আদলে একটি পোশাকে দেখা যায়।

 

 

সর্বশেষ খবর