শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

হিজাব মামলায় ভারতের দুই বিচারপতির দুই মত

হিজাব মামলায় ভারতের দুই বিচারপতির দুই মত

মুসলিম শিক্ষার্থীরা স্কুল-কলেজে হিজাব পরতে পারবে কি না সে বিষয়ে রায় দিতে ব্যর্থ হয়েছেন ভারতের সুপ্রিম  কোর্ট। আদালতের দুই বিচারপতি এ নিয়ে পরস্পরবিরোধী মতামত দিয়েছেন। মূলত কর্ণাটকে হিজাবকাণ্ডের রায় নিয়ে ভিন্ন মত জানালেন দুই বিচারপতি। এ কারণে বিতর্কের অবসান করতে মামলাটি তিন সদস্যের বৃহত্তর বেঞ্চে পাঠাতে ভারতের প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানিয়েছেন তারা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

একজন বিচারপতি গত মার্চে কর্ণাটক হাই কোর্টের দেওয়া আদেশকে বহাল রেখেছেন। ওই আদেশে বলা হয়েছিল, ইসলামে হিজাব ‘অত্যাবশ্যকীয়’ নয়। অন্য বিচারপতি বলেছেন, কর্ণাটক হাই কোর্টের ওই আদেশ ভুল ছিল। হিজাব পরা যার যার ব্যক্তিগত পছন্দ ও ইচ্ছার ব্যাপার। 

হিজাব ইস্যুতে ভারতে ১০ মাস ধরে তুমুল আলোচনা-সমালোচনা ও তর্ক-বিতর্ক চলছে। সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এর অবসান হবে বলে আশা করা হচ্ছিল। কিন্তু বিচারপতিদের মতপার্থক্যের কারণে সেটি আবারও পিছিয়ে গেল।

সর্বশেষ খবর