শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

যুক্তরাজ্যের সবচেয়ে ক্ষণস্থায়ী প্রধানমন্ত্রী লিজ ট্রাস

যুক্তরাজ্যের সবচেয়ে ক্ষণস্থায়ী প্রধানমন্ত্রী লিজ ট্রাস

মাত্র দেড় মাস আগে ক্ষমতা পেয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। কিন্তু দুর্ভাগ্য! এর বেশি আর যেতে পারলেন না। মাত্র ৪৫ দিনের মাথায় ডাউনিং স্ট্রিটের নেতৃত্ব ছাড়তে হয়েছে তাকে। এর ফলে যুক্তরাজ্যের সবচেয়ে ক্ষণস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে নাম লিখিয়েছেন ট্রাস। তার চেয়ে কম সময়ে আর কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছাড়তে হয়নি। যুক্তরাজ্যে দ্বিতীয় সর্বনিম্ন সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হলেন জর্জ ক্যানিং। ১৮২৭ সালে মারা যাওয়ার আগে মাত্র ১১৯ দিন এই পদে ছিলেন তিনি।

গতকাল পদত্যাগের কারণ সম্পর্কে বলতে গিয়ে লিজ ট্রাস বলেন, যে প্রতিশ্রুতি দিয়ে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন, তা বাস্তবায়ন করতে না পারার কারণেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, ‘কম ট্যাক্স উচ্চ প্রবৃদ্ধির অর্থনীতি’র জন্য লক্ষ্য নির্ধারণ করেছিল আমাদের সরকার। ট্রাস বলেন, আমি স্বীকার করছি... যে প্রতিশ্রুতির ভিত্তিতে কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচিত হয়েছিলাম, তা দিতে পারব না।

সর্বশেষ খবর