বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

জলবায়ু সম্মেলনে নেতারা কে কী বলছেন?

মিসরে রবিবার থেকে শুরু হয়েছে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৭। সম্মেলনে বিশ্বের প্রায় ২০০ দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে খারাপ প্রভাব এড়াতে একটি লক্ষ্য নিয়ে কাজ করার আশা করছেন তারা। এ লক্ষ্যকে বাঁচিয়ে রাখতে সম্মেলন ইতোমধ্যে অনেকে তাদের মতামত ব্যক্ত করেছেন।

জাতিসংঘ মহাসচিব : জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘গ্রিনহাউস গ্যাস নির্গমন বাড়ছে। বৈশ্বিক তাপমাত্রাও ক্রমাগত বাড়ছে এবং আমাদের গ্রহ দ্রুত এমন একটি জায়গায় পেঁৗঁছাবে যে, জলবায়ুসৃষ্ট বিশৃঙ্খলাকে আর বিপরীত দিকে আনা যাবে বলে সম্ভব হবে না।’

আইএমএফ এমডি : আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা বলেন, ‘আমরা যদি ২০৩০ সালের মধ্যে প্রতি টন কার্বনের গড় মূল্য কমপক্ষে ৭৫ ডলার নির্ধারণ করতে না পারি তাহলে ব্যবসা এবং ভোক্তাদের স্থানান্তরিত করার জন্য প্রণোদনা তৈরি না করাই ভালো।’

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট : আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মাদ বিন জায়েদ আল-নাহিয়ান জানান, তার দেশ জ্বালানি সরবরাহের ক্ষেত্রে দায়িত্বশীল হিসেবে পরিচিত এবং যতদিন বিশ্বের তেল ও গ্যাসের প্রয়োজন হবে ততদিন এ ভূমিকা পালন করে যাবে।

আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন : সেনেগালের প্রেসিডেন্ট এবং আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন ম্যাকি সাল বলেন, ‘আমরা একটি সবুজ পরিবর্তনের পক্ষে যা ন্যায্য ও ন্যায়সংগত। এমন কোনো সিদ্ধান্ত আমরা চাই না যা আমাদের উন্নয়নকে ব্যাহত করে।’

সর্বশেষ খবর