রবিবার, ১৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

প্রমোদতরীতে ৮০০ যাত্রীর করোনা পজিটিভ

প্রাণঘাতী ভাইরাস করোনা। গত কয়েক বছর বিশ্বকে নাস্তানাবুদ করে ছাড়ছে। যদিও সাম্প্রতিক করোনার ভয়াবহতা অনেকটা কমে আসছে। কিন্তু ভাইরাসটি এখনো পৃথিবী থেকে বিদায় নেয়নি। এরই মধ্যে অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল প্রদেশ নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনিতে একটি প্রমোদতরীর অন্তত ৮০০ যাত্রী করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। প্রমোদতরীটির মালিক প্রতিষ্ঠান কার্নিভ্যাল অস্ট্রেলিয়া ও অস্ট্রেলীয় সরকারের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কার্নিভ্যাল অস্ট্রেলিয়া মূলত অস্ট্রেলিয়াভিত্তিক একটি সমুদ্র পর্যটন কোম্পানি। যে প্রমোদতরীতে এ ঘটনা ঘটেছে সেটির নাম ‘ম্যাজিস্টিক প্রিন্সেস প্রমোদতরী’। বর্তমানে এই জাহাজটি সিডনিতে অবস্থান করছে। শনাক্ত হওয়া রোগীদের জাহাজের মধ্যেই আলাদা রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এবিসি টেলিভিশনকে নিশ্চিত করেছেন কার্নিভ্যাল অস্ট্রেলিয়া কোম্পানির প্রেসিডেন্ট মার্গারেট ফিটজজেরাল্ড। অস্ট্রেলিয়ায় অবশ্য প্রমোদতরীতে শত শত মানুষের করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়ার ঘটনা নতুন নয়। ২০২০ সালে একবার রুবি প্রিন্সেস নামের একটি তরীতে ৯১৪ জন যাত্রী করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছিলেন।

সর্বশেষ খবর