বুধবার, ৩০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

এবার কি অ্যাপলের বিরুদ্ধে ইলন?

এবার কি অ্যাপলের বিরুদ্ধে ইলন?

মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলের সঙ্গে যুদ্ধে নামার ইঙ্গিত দিয়েছেন টুইটারের মালিক ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। সম্প্রতি তিনি অ্যাপলের বিরুদ্ধে ‘বাক-স্বাধীনতা’ হরণের অভিযোগ এনেছেন। একই সঙ্গে টুইটারের বিরুদ্ধে নানা ‘শত্রুতাপূর্ণ’ পদক্ষেপ নেওয়ার অভিযোগও আনেন তিনি। সোমবার থেকে একাধিক টুইটে অ্যাপলের বিরুদ্ধে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন মাস্ক। কোনো কিছু যখন তিনি পছন্দ করেন না, তখন একের পর এক টুইট করার ‘খ্যাতি’ আছে এই ধনকুবের।

ইলন নিজের টুইটারে লিখেছেন, অ্যাপেল বেশিরভাগ টুইটারে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিয়েছে। তার সঙ্গেই তিনি প্রশ্ন ছুড়ে লিখেছেন, তাহলে কি আমেরিকার বাক-স্বাধীনতা ভয় পাচ্ছে তারা? সম্প্রতি টুইটার অধিগ্রহণ করেছেন মাস্ক। তারপর থেকেই একাধিক বিষয়ে সংবাদ শিরোনামে তিনি।

নভেম্বরের শুরুতেই তিনি বিজ্ঞাপনসংক্রান্ত বিষয়ে মন্তব্য করেছিলেন। মাস্কের কেনাকাটার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ইতোমধ্যে জেনারেল মিলস ইনকর্পোরেটেড, অটোমেকার অডিসহ কয়েকটি বড় সংস্থা টুইটারে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করেছে। তারপরেই অ্যাপেলের বিজ্ঞাপন বন্ধ করার ঘটনায় টুইটারে একাধিক টুইট করেছেন সংস্থার কর্তা।

সর্বশেষ খবর