বুধবার, ৩০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বিমানের ইঞ্জিনে হাইড্রোজেন জ্বালানি

প্রথমবারে মতো বিমানের ইঞ্জিনে জ্বালানি হিসেবে হাইড্রোজেন ব্যবহারের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে বিমান কোম্পানি ‘ইজি জেট’ ও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রোলস রয়েস। তাদের দাবি, বিমান ইঞ্জিনে জ্বালানি হিসেবে হাইড্রোজেনের ব্যবহার করার ঘটনা বিশ্বে এটাই প্রথম। এ জ্বালানিকে পরিবেশবান্ধব করতে কোম্পানি দুটি এ উদ্যোগ নিয়েছে। যৌথ বিবৃতিতে কোম্পানি দুটি জানিয়েছে, ‘আধুনিক বিমানের ইঞ্জিনে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার করে উড্ডয়ন জগতে এক নতুন মাইলফলক রচিত হয়েছে।’ রোলস রয়েসেরে প্রত্যাশা, ১৫টি জেট ইঞ্জিনে এ জ্বালানি ব্যবহারের পরীক্ষা চালানো হবে।

সর্বশেষ খবর