বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

নিজের ডিগ্রি ছিঁড়ে প্রতিবাদ অধ্যাপকের

মেয়েদের পড়া নিষিদ্ধ

মেয়েরা আর যেন শিক্ষিত হতে না পারে এ জন্য সব আয়োজন শেষ করছে আফগানিস্তানের তালেবান সরকার। সর্বশেষ গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের লেখাপড়া নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে নিজের ডিগ্রি ছিঁড়ে ফেললেন কাবুল বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক। একটি টিভি অনুষ্ঠানে তিনি বলেন, মেয়েদের শিক্ষার অধিকার না থাকলে তার নিজের পড়াশোনারও কোনো মূল্য নেই। এই শিক্ষাব্যবস্থাকে স্বীকৃতি দিতে রাজি নন তিনি। তাই তিনি নিজের অর্জন করা ডিগ্রি ছিঁড়ে ফেলেন। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। উল্লেখ্য, তিন মাস আগেই আফগানিস্তানের হাজার হাজার তরুণী বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা দিয়েছিলেন। বস্তুত তাদের স্বপ্ন চুরমার হয়ে গেছে নতুন নির্দেশে। গত কয়েক মাসে একের পর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে নারীদের ওপর। স্কুল ও হাই স্কুলে পড়াশোনায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। মেয়েদের কাজ করার অধিকারও কেড়ে নেওয়া হয়। এ ছাড়াও রাস্তায় একা চলাফেরা, বোরকা পরা নিয়েও কঠোর নিয়ম জারি করা হয়েছে।

সঙ্গে একজন পুরুষ না থাকলে পার্ক ও জিমে ঢুকতে দেওয়া হচ্ছে না মেয়েদের।

সর্বশেষ খবর