শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

‘বহুদিন পর রাতে ভালো ঘুমিয়েছি’

‘বহুদিন পর রাতে ভালো ঘুমিয়েছি’

নিউজিল্যান্ডের বিদায়ী প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেছেন, নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা নেওয়ার জন্য তাঁর কোনো অনুতাপ নেই, কষ্টও নেই। কিন্তু পদত্যাগ করার সিদ্ধান্তে তাঁর সমর্থক ও সমালোচনাকারীরা শোকাহত হয়েছেন। পদত্যাগের সিদ্ধান্ত জানানোর এক দিন পর জাসিন্ডা বলেছেন, তিনি দুঃখের সময় পার হয়ে এখন স্বস্তি অনুভব করছেন। জরিপ বলছে, অক্টোবর মাসে পুনর্র্নির্বাচিত হতে জাসিন্ডার দলকে কঠিন পথ পাড়ি দিতে হবে। বৃহস্পতিবার তাঁর পদত্যাগের সিদ্ধান্ত সমর্থকদের পাশাপাশি সমালোচকদেরও হতভম্ব করে দিয়েছে বলে জানিয়েছে বিবিসি। তিন সপ্তাহের মধ্যে পদত্যাগ করছেন, এ ঘোষণা দেওয়ার পর থেকে ‘দুঃখবোধ’ থেকে শুরু করে ‘স্বস্তি’সহ নানান অনুভূতি খেলা করছে, বলেছেন তিনি। নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের নাপিয়ের শহরে বিমানবন্দরের বাইরে গতকাল লেবার পার্টির সদস্যদের সঙ্গে কথা বলেন জাসিন্ডা।

সর্বশেষ খবর