শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ফেসবুকে ফিরতে চান ট্রাম্প

ফেসবুকে ফিরতে চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা যাওয়ার বহু আগেই ফেসবুক ও টুইটার থেকে বহিষ্কৃত হন ডোনাল্ড ট্রাম্প। এরপর টাকার জোরে তিনি নিজেও একটি সামাজিক মাধ্যম খোলেন কিন্তু কোনো কাজে আসেনি। এবার শেষ পর্যন্ত ফেসবুকে ফেরার আকুতি জানালেন ট্রাম্প। এ জন্য ফেসবুক-ইনস্টাগ্রামের নিয়ন্ত্রক সংস্থা মেটার সঙ্গে সেই বিষয়ে আলোচনা চলছে ট্রাম্পের। ২০২১ সালের ৬ জানুয়ারি আমেরিকার রাষ্ট্রপতি ভবনে হামলা চালায় ট্রাম্পের অনুগামীরা। সেই সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন ট্রাম্প। যা হিংসামূলক ছিল বলে সরিয়ে দেয় ফেসবুক। তারপর থেকেই মেটার নিয়ম অনুযায়ী বিগত দুই বছর ধরে বহিষ্কৃত রয়েছেন ট্রাম্প। এদিকে ২০২৪ সালে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে ফের লড়ার সম্ভাবনা রয়েছে ট্রাম্পের। তার আগে ফেসবুক-ইনস্টাগ্রামে ফিরতে মরিয়া তিনি। এই বিষয়ে ট্রাম্প জানিয়েছেন, ‘আমাদের কথা চলছে মেটার সঙ্গে। দেখা যাক কতদূর এগিয়ে যায়। এর আগে টুইটারে ডোনাল্ড ট্রাম্পকে ফেরানো হবে কি না সে বিষয়ে ভোটাভুটি করেন এলন মাস্ক।

সর্বশেষ খবর