সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ইরানে ভূমিকম্পে নিহত ৩

কনকনে শীতের রাতে কেঁপে উঠল ইরানের একাংশ। শনিবার দেশের উত্তর-পশ্চিম প্রান্তে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯। এ কম্পনের ফলে অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন অন্তত ৪৪০ জন। ইরানের স্থানীয় সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার রাত প্রায় ৯টা বেজে ৪৪ মিনিট নাগাদ ইরান-তুরস্ক সীমানার কাছে খয় শহরে এ ভূমিকম্প হয়েছে। আঞ্চলিক বাসিন্দারা জানিয়েছেন, কম্পনের অনুভূতি যথেষ্ট শক্তিশালী ছিল। তবে, শুধু খয় শহরের মধ্যেই এ কম্পন সীমাবদ্ধ ছিল না। ইরানের পশ্চিম দিকে আজারবাইজান প্রদেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে এ ভূমিকম্প অনুভূত হয়েছে।

এদিকে ভূমিকম্পের ঠিক আগেই ইরানের ইসফাহানে একটি মিলিটার প্ল্যান্টে বিকট বিস্ফোরণ ঘটেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, একটি ড্রোন হামলার কারণে ওই বিস্ফোরণ ঘটেছে। বহু নাগরিকের দাবি, প্রথমে ইজরায়েলে ওই হামলাটি ঘটে, এরপর ইরান-তুরস্ক সীমান্তে তীব্র বিস্ফোরণ হয়, যার কারণেই প্রবলবেগে মাটি কেঁপে ওঠে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর