শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

যুদ্ধবিমানের আশায় ইইউয়ে জেলেনস্কি

যুদ্ধবিমানের আশায় ইইউয়ে জেলেনস্কি

ইউক্রেনে রুশ আক্রমণের বর্ষপূর্তির আগে ব্রাসেলসে মিলিত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। সেই বৈঠকে অংশ নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে দেওয়া ভাষণে রুশবিরোধী যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতার জন্য ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। তিনি আরও বলেছেন, ‘মুক্ত ইউক্রেন’ ছাড়া ‘মুক্ত ইউরোপ’ ভাবা যায় না। গতকাল তিনি ব্লকটির ২৭টি দেশের নেতাদের সম্মেলনে এ মন্তব্য করেছেন। এ সম্মেলনের অংশ নেওয়া ছাড়াও তিনি, লন্ডন ও প্যারিসও সফর করেছেন। রাশিয়ার সেনা অভিযান শুরুর পর তিনি প্রথমবার ইইউর ২৭ দেশের নেতার সঙ্গে সামনাসামনি দেখা করে কিয়েভের চাহিদা জানানোর সুযোগ পেলেন। এবার তার যাত্রা শুরু হয় বুধবার লন্ডন নেমে; সেখানে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছ থেকে ইউক্রেনের পাইলটদের জন্য অত্যাধুনিক নেটো যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণের আশ্বাস আদায় করে নিয়েছেন। প্যারিসে ডিনারে তিনি একত্রিত হয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গেও।

 

সর্বশেষ খবর