শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

তেল উৎপাদন কমাচ্ছে রাশিয়া বাড়ছে দাম

তেল উৎপাদন কমাচ্ছে রাশিয়া বাড়ছে দাম

চলতি মার্চ মাস থেকে অপরিশোধিত তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। বিশ্বের বড় অর্থনীতির দেশগুলো অপরিশোধিত রুশ তেল ও তেলজাত পণ্যের সর্বোচ্চ মূল্য বেঁধে দেওয়ার পাল্টা পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রুশ উপ-প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক। তিনি ঘোষণা দিয়েছেন মার্চ থেকে প্রতিদিন পাঁচ লাখ ব্যারেল তেল উৎপাদন কমাবে রাশিয়া। এই ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে। ইউক্রেনে হামলার পর ইউরোপীয় ইউনিয়ন, জি-৭ ও অস্ট্রেলিয়া রাশিয়ার তেল ও তেলজাত পণ্যের সর্বোচ্চ মূল্য বেঁধে দিয়েছে। ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ প্রয়োগে নিষেধাজ্ঞা জারির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশগুলোর একটি হলো রাশিয়া।

সর্বশেষ খবর