শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

লিথিয়ামের খনি মিলল ভারতে

খুব মূল্যবান ধাতু লিথিয়াম। দেখতে রুপালি সাদা। নরম এ ধাতু বৈদ্যুতিক গাড়ি ও মোবাইল ফোনে ব্যবহৃত ব্যাটারির একটি মূল উপাদান। এ ধাতুর খনি ভারতে আবিষ্কার হয়েছে বলে দাবি    করেছে দেশটির খনি মন্ত্রণালয়ের জিওলজিক্যাল সার্ভে অব (জিএসআই)। বৃহস্পতিবার এক বিবৃতিতে জিএসআই বলেছে, কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার সালাল-হাইমানা এলাকায় এসব লিথিয়ামের সন্ধান পাওয়া গেছে।

এর মজুদ ৫৯ লাখ টন বলে নিশ্চিত হয়েছে তারা। এর পাশাপাশি জম্মু ও কাশ্মীর, অন্ধ্র প্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, ঝাড়খন্ড, কর্ণাটক, মধ্য প্রদেশ, ওড়িশা, রাজস্থান, তামিলনাড়ু ও তেলেঙ্গানাতে পাঁচটি সোনার খনিসহ পটাশ, মলিবডেনাম ও অন্যান্য মৌল ধাতুর সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে তারা।

সর্বশেষ খবর