রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

গুরুত্বপূর্ণ মিত্র হারালেন জেলেনস্কি

গুরুত্বপূর্ণ মিত্র হারালেন জেলেনস্কি

নাতালিয়া গ্যাব্রিলিতা

ইউক্রেন যুদ্ধের প্রভাব এবং অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যে ক্ষমতার টালমাটাল ১৮ মাসের মাথায় পদত্যাগ করেছেন মলদোভার প্রধানমন্ত্রী নাতালিয়া গ্যাব্রিলিতা।

গ্যাব্রিলিতার সরকার পশ্চিমাপন্থি হিসেবে পরিচিত। প্রতিবেশী ইউক্রেনে রুশ হামলার পর ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন সোচ্চার সমর্থক ছিল তার সরকার। প্রেসিডেন্ট মায়া সানদু শুক্রবার প্রধানমন্ত্রী নাতালিয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তার জায়গায় তিনি নিয়োগ করেছেন তারই সহযোগী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দোরিন রেচানকে। রেচান খুব দ্রুতই পার্লামেন্টের অনুমোদন পাবেন বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ খবর