শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
স্পেনে আইন পাস

ঋতুচক্রে ছুটি পাবেন কর্মরত নারী

নারীদের জন্য ঋতুচক্রের দিনগুলোয় ছুটির আইন পাস হলো স্পেনে। মাসিক ঋতুচক্রের বিশেষ দিনগুলোতে কর্মরত মহিলাদের ছুটি দেওয়ার প্রস্তাবটি অনুমোদন দিয়েছে দেশটির আদালত। ইউরোপের প্রথম দেশ হিসেবে এই পদক্ষেপ নিল স্পেন। আইনটি পাস হওয়ার সঙ্গে সঙ্গে স্পেনের মন্ত্রী আইরিন মন্টেরোও টুইটারে লেখেন, ‘নারীদের অগ্রগতির জন্য এটি ঐতিহাসিক দিন।’ তবে, ঋতুচক্রের সময় মহিলারা ঠিক কতদিন ছুটি পাবেন, তা এখনো বলা হয়নি। আইনে আরও বলা হয়েছে, এক্ষেত্রে ছুটি পেতে হলে অবশ্যই চিকিৎসকের সনদ লাগবে। তবে আইনটি অনুমোদনের পর স্পেনজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দেশটির প্রধান বিরোধী দল ও ট্রেড ইউনিয়ন আইনটির সমালোচনা করেছে। তাদের দাবি, এই আইনের ফলে নারীদের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। এমনকি কর্মক্ষেত্রে পুরুষ কর্মী নিয়োগের দিকে ঝুঁকতে পারে বিভিন্ন প্রতিষ্ঠান।

সর্বশেষ খবর