রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সিরিয়ায় আইএস হামলা সৈন্যসহ নিহত ৫৩

সিরিয়ার হোমস প্রদেশে ভয়াবহ হামলা চালিয়ে অন্তত ৫৩ জনকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জঙ্গিগোষ্ঠী আইএস জড়িত বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্য্যম সানা। বার্তা সংস্থা এসএএনএ-র প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মৃতদেহ পালমিরা রাজ্য হাসপাতালে নেওয়া হয়েছে, তাদের দেহে গুলির চিহ্ন রয়েছে বলে হাসপাতাল প্রধান ওয়ালিদ ওদি জানিয়েছেন। তিনি বলেন, নিহতদের মধ্যে ৪৬ জন বেসামরিক বাকি সাতজন সেনা সদস্য। নিহতরা মরুভূমি থেকে ট্রাফেল (কন্দজাতীয় ছত্রাক) সংগ্রহ করার সময় হামলার শিকার হন। হোমস প্রদেশ সিরিয়ার সরকার ও তাদের মিত্রদের নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় আহত পাঁচজনকে আরেকটি হাসপতালের সরিয়ে নেওয়া হয়েছে। এদের মধ্যে একজন এসএএনএকে জানিয়েছেন, আইএসের জঙ্গিরা তাদের গাড়িগুলো পুড়িয়ে দিয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। আইএস এক সময় এই অঞ্চলের বিশাল এলাকার নিয়ন্ত্রণ নিয়েছিল।

 

সর্বশেষ খবর