শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

এবার চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

শত্রুবাহিনীর পারমাণবিক হামলার পাল্টায় নিজেদের সক্ষমতা দেখানোর লক্ষ্যে করা এক মহড়ায় চারটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার সেনাবাহিনী কোরিয়ান পিপলস আর্মির ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউনিট বৃহস্পতিবার নর্থ হেমগিয়ং প্রদেশের কিম চায়েক সিটি থেকে কোরিয়া উপদ্বীপের পূর্ব উপকূলের কাছে সাগরে এই চারটি ‘হোয়াসল-২’ ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-র বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। অন্য ইউনিটগুলো নিরাপত্তাবেষ্টিত এলাকাগুলোতে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে, তবে কোনো তাজা গুলি ব্যবহার করা হয়নি। ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো উপবৃত্তাকার ও অষ্টভুজাকৃতির কক্ষপথ পাড়ি দিয়ে দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হেনেছে। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জাপান বা দক্ষিণ কোরিয়া জানায়নি।

সর্বশেষ খবর