শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ভোটের কৌশল ঠিক করতে কংগ্রেসের তিন দিনের সম্মেলন

ভারতের জাতীয় বা লোকসভা নির্বাচন আগামী বছর। অনেক দিন ধরে ক্ষমতায় নেই দেশটির প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস। এবার নির্বাচনে কীভাবে লড়বে কংগ্রেস? তার পরিকল্পনা সাজাতেই তিন দিনের সম্মেলনে বসছে দলটির নেতারা। সামগ্রিক বিরোধী জোটের জন্য কি ঝাঁপিয়ে পড়বে দল? না কি তারা শুধু ইউপিএর শরিক দলগুলোকে সঙ্গে নিয়ে লড়বে? মমতা ব্যানার্জির তৃণমূল, তেলেঙ্গানায় কেসিআরের তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, অন্ধ্রে চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশমের মতো দলগুলোর প্রতি কংগ্রেসের মনোভাব কী হবে? এসব বিষয় নিয়ে ছত্তিশগড়ের রায়পুরের কনক্লেভে সিদ্ধান্ত নেবেন কংগ্রেস নেতৃত্ব। এ সম্মেলন সম্পর্কে কংগ্রেসের নেতারা বলছেন, এটা হলো ‘ব্রেন স্টর্মিং সেশন’। সব বিষয়ে খোলাখুলি আলোচনা হবে। রাহুল গান্ধী সবে তার ভারত জোড়ো যাত্রা শেষ করেছেন। সেখানে তিনি ভালো সাড়া পেয়েছেন। ফলে কংগ্রেস নেতা-কর্মীরা উজ্জীবিত।

সর্বশেষ খবর