রবিবার, ১২ মার্চ, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ভারতে গরুর মাংস বহনের সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে গরুর মাংস বহনের সন্দেহে এক মুসলিমকে পিটিয়ে হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সেখানকার এক পুলিশ কর্মকর্তা। ৫৬ বছর বয়সী নাসিম কুরেশি কয়েক দিন আগে একদল দুর্বৃত্তের হামলায় মারা যান বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। দেশটির কিছু অঞ্চলে গরুর মাংস বিক্রি ও খাওয়ায় বিধিনিষেধ আছে। হিন্দু ধর্মে গরুকে পবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশটিতে গরুর মাংস বা চামড়া বহনের অভিযোগে সংখ্যালঘু মুসলিম ও দলিতদের ওপর হামলার ঘটনা বাড়তে দেখা যাচ্ছে। কট্টরপন্থি হিন্দু গোষ্ঠীগুলো অনেক দিন ধরেই ভারতজুড়ে গরু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানিয়ে আসছে। এ-সংক্রান্ত কোনো আইন না হলেও ২০১৪ সালে নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি ক্ষমতায় বসার পর থেকে স্বঘোষিত হিন্দু গো-রক্ষক গোষ্ঠীগুলো নিজেরাই নিজেদের আইন বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছে।

সর্বশেষ খবর