শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা

আফ্রিকায় সাইক্লোনে নিহত ৩২৬

আফ্রিকায় বিধ্বংসী সাইক্লোনে অন্তত ৩২৬ জনের মৃত্যু হয়েছে। এ ঝড়টি আছড়ে পড়ে আফ্রিকার মালাউইতে। প্রভাব পড়েছে মালাউইয়ের প্রতিবেশী দেশগুলোতেও। এতে ঘরছাড়া হয়েছেন প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ। জখম বহু মানুষ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। মালাউইয়ের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ আফ্রিকার সমুদ্র উপকূলবর্তী দেশগুলোতে আছড়ে পড়ে শক্তিশালী সাইক্লোন ফ্রেডি। তারপর শুরু হয় নাগাড়ে বৃষ্টি।

ফলে বিপর্যস্ত হয়ে পড়ে কয়েকটি দেশ। প্রবল বৃষ্টির ফলে উদ্ধার কাজও সেভাবে শুরু করা যায়নি। অবশেষে গতকাল থেকে বৃষ্টি কিছুটা কমে আসার পর শুরু হয় উদ্ধার কাজ। এর পরই মালাউইতে ৩২৬ জনের লাশ উদ্ধার করা গেছে। আফ্রিকার চিলোবিতে এ সাইক্লোনের জেরে ৩০ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া ফ্রেডির দাপটে মোজাম্বিক এবং মাদাগাস্কারেও বহু মানুষের মৃত্যু হয়েছে। শেষ খবর পাওয়া অনুযায়ী, মোজাম্বিকে মৃতের সংখ্যা ১০।

সর্বশেষ খবর