রবিবার, ১৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত ৮ লাখ তরুণ : উ. কোরিয়া

আমেরিকা ও অন্যান্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে প্রায় ৮ লাখ তরুণ স্বেচ্ছাসেবী মিলিটারি সার্ভিসে রয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রনডং সিনমামের বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার এসব স্বেচ্ছাসেবীরা মিলিটারি সার্ভিসে যুক্ত হয়েছেন। তারা উত্তর কোরিয়ার শত্রুদের ধ্বংস করতে ও দুই কোরিয়াকে একত্রিত করতেও প্রস্তুত। এসব স্বেচ্ছাসেবীদের মধ্যে রয়েছে ছাত্র ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতরা। তাদের দেশের ভ্যানগার্ড হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মাতৃভূমিকে রক্ষা ও শত্রুদের ধ্বংস করতে যুদ্ধে তারা প্রস্তুত বলেও জানানো হয়।

সর্বশেষ খবর