শিরোনাম
বুধবার, ২২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

টাকা আদায়ে ধরনায় বসছেন মমতা

টাকা আদায়ে ধরনায় বসছেন মমতা

দিল্লির কাছে পশ্চিমবঙ্গের মোট পাওনার পরিমাণ ১ লাখ ১৫ হাজার কোটি রুপি। আর গত ১০০ দিনের কাজের শ্রমিকদের মজুরি বাবদ পাওনা ৭ হাজার কোটি রুপি। শ্রমিকরা এখনো কাজ করছেন। কিন্তু কেন্দ্র সেই অর্থ আটকিয়ে রেখেছে। সেই অর্থ আদায়ের দাবি নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে ধরনায় বসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী ২৯ মার্চ ও ৩০ মার্চ দিল্লির বিআর আম্বেদকর ভাস্কর্যের সামনে ধরনায় বসবেন তিনি। গতকাল উড়িষ্যা যাওয়ার পথে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর দাঁড়িয়ে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি অভিযোগ করে বলেন, ১০০ দিনের কাজ করার পরেও প্রাপ্য টাকা আমরা পাইনি। আবাস যোজনা, সড়ক যোজনা- কোনো প্রকল্পে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। যেসব প্রকল্পের কাজ এখানে হয়ে গেছে, সেসব প্রকল্পের টাকাও আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। এরপর মুখ্যমন্ত্রী ক্ষোভের সঙ্গে বলেন, ছয় মাস আগে আমি নিজে প্রধানমন্ত্রীকে এই বঞ্চনার কথা জানিয়েছি। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে বৈঠক করতে এসেছিলেন। তখন তাকেও এ বিষয়ে জানানো হয়েছে। এছাড়া একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। তারপরেও কেন্দ্রীয় সরকার আমাদের প্রাপ্য টাকা দিচ্ছে না। পশ্চিমবঙ্গ বঞ্চনার শিকার হচ্ছে অভিযোগে করে তৃণমূল প্রধান বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে সনদ পেয়েছি। তারপরেও কেন বঞ্চনার শিকার হতে হবে?

সর্বশেষ খবর