বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা

দিল্লিতে মোদি হটাও পোস্টার, ধরপাকড়

দিল্লিতে মোদি হটাও পোস্টার, ধরপাকড়

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিবিরোধী পোস্টারে ছেয়ে গেছে ভারতের রাজধানী নয়া দিল্লির বিভিন্ন স্থান। রাজধানীজুড়ে দেখা যাচ্ছে ‘মোদি হটাও, দেশ বাঁচাও’ লেখা পোস্টার। এর পরিপ্রেক্ষিতে দিল্লিতে ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ। মঙ্গলবার তল্লাশি চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তাদের বেশির ভাগই দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টির (আপ) সদস্য। তাদের মধ্যে দুজনের একটি ছাপাখানা রয়েছে বলে জানা  গেছে। সবমিলিয়ে এ ঘটনায় ১০০টি মামলা করা হয়েছে। প্রধানমন্ত্রীর অপসারণ চেয়ে প্রায় ২ হাজার পোস্টার ছাপানো হয়েছিল বলে পুলিশ বলছে। তবে কে বা কারা এমন কান্ড ঘটিয়েছে সেটি জানা যায়নি।

দিল্লি পুলিশ জানায়, একটি ভ্যান থেকে আরও ২ হাজার পোস্টার জব্দ করা হয়েছে। এগুলো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আদমি পার্টির (আপ) অফিসে পৌঁছে দেওয়া হচ্ছিল বলে দাবি তাদের। পুলিশের এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছে আপ। এক টুইটে এক দিনে এতগুলো মামলা ও গ্রেফতারের বিষয়ে প্রশ্ন তুলে পোস্টারের বিষয়বস্তুকে প্রাসঙ্গিক দাবি করছে তারা। দলটি গতকাল সকালেই আপ টুইট করে বলে, ‘এ পোস্টারে আপত্তিকর কী এমন আছে যে মোদিজিকে ১০০টি এফআইআর করতে হয়? প্রধানমন্ত্রী মোদি, সম্ভবত আপনার জানা নেই, ভারত একটি গণতান্ত্রিক দেশ। এক পোস্টারকে এত ভয়?’

সর্বশেষ খবর