বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

পানির অপচয় নিয়ে বিশ্বকে সতর্ক করল জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন এবং বিশ্বজুড়ে পানির অতিরিক্ত ব্যবহারের কারণে পৃথিবীতে ব্যবহার উপযোগী পানি বিপজ্জনক মাত্রায় কমে যাচ্ছে। এতে পানির তীব্র সংকট দেখা দেওয়ায় ‘আসন্ন ঝুঁকি’ নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়, ‘পানির অতিরিক্ত ব্যবহার এবং অতি উন্নয়নের কারণে’ বিশ্ব বর্তমানে ‘একটি বিপজ্জনক পথে অন্ধের মতো চলছে’। জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে ভূপৃষ্ঠে ব্যবহার উপযোগী পানি দ্রুত ফুরিয়ে যাচ্ছে। নিউইয়র্কে গতকাল থেকে শুরু হয়েছে  জাতিসংঘের পানি সম্মেলন। বিশ্বের হাজারো প্রতিনিধি তিন দিনের এ সম্মেলনে যোগ দিয়েছেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, পানি ‘মানবসভ্যতার জীবনীশক্তি’। ‘পানির যথেচ্ছ ব্যবহার, পরিবেশ দূষণ এবং এখনো আমলে না নেওয়া বৈশ্বিক উষ্ণায়নের’ কারণে যা খরচ হয়ে যাচ্ছে। ইউএন ওয়াটার অ্যান্ড ইউনেস্কোর প্রকাশ করা ওই প্রতিবেদনে সতর্ক করে আরও বলা হয়, অতিরিক্ত ব্যবহার এবং দূষণের কারণে ‘পানির সংকট স্থায়ী হয়ে যাচ্ছে’। অন্যদিকে, বৈশ্বিক উষ্ণায়নের কারণে যেখানে এখনো পর্যাপ্ত পানি রয়েছে এবং যেখানে এরই মধ্যে পানির সংকট দেখা দিয়েছে, উভয় অঞ্চলেই মৌসুমি জল সংকট বাড়াচ্ছে। প্রতিবেদনের প্রধান লেখক রিচার্ড কনর বিবিসিকে বলেন, বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ এখনই ওই সব এলাকায় বসবাস করছে যেখানে উচ্চ বা মারাত্মক পানি সংকট রয়েছে।

সর্বশেষ খবর