শনিবার, ২৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সৌদি-সিরিয়া দূতাবাস চালু হচ্ছে

কনস্যুলার পরিষেবা আবার চালু করার বিষয়ে সৌদি আরব ও সিরিয়া আলোচনা করছে। বৃহস্পতিবার সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়। সৌদি আরব এক দশকের বেশি সময় আগে সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এখন রিয়াদ ও দামেস্ক সম্পর্ক জোড়া লাগানোর পথে হাঁটছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির একটি রাষ্ট্রীয় চ্যানেলের খবরে বলা হয়, কনস্যুলার পরিষেবা আবার চালুর বিষয়ে রিয়াদ ও দামেস্কের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।

তবে কবে নাগাদ কনস্যুলার পরিষেবা আবার চালু হতে পারে, সে বিষয়ে খবরে কিছু বলা হয়নি। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে বিবাদ মেটানোর ক্ষেত্রে সৌদির সর্বশেষ পদক্ষেপ হতে যাচ্ছে এটি। বর্তমানে সৌদি আরব ও ইরান কূটনৈতিক সম্পর্ক জোড়া লাগছে। তার মধ্যেই সিরিয়ার বিষয়টি সামনে এলো।

সর্বশেষ খবর