বুধবার, ২৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা

মিসরে পিরামিড চত্বরে ২ হাজার ভেড়ার কঙ্কাল!

মিসরে পিরামিড চত্বরে ২ হাজার ভেড়ার কঙ্কাল!

২ হাজারের বেশি ভেড়ার মাথার মমি। মিসরের একটি সমাধি চত্বরে আবিষ্কৃত হয়েছে সেগুলো। যা দেখে হতবাক পুরাতত্ত্ববিদরা। রবিবার মিসরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় জানিয়েছে, ‘মিসরের রাজা ফারাও রামসেসের মন্দিরে ভেড়ার মাথার সন্ধান পাওয়া গেছে।’ গবেষকরা জানিয়েছেন, মন্দির থেকে কুকুর, ছাগল, গরু, হরিণের মাথার মমিও মিলেছে। মার্কিন প্রত্নতাত্ত্বিকদের একটি দল ওই পশুগুলোর মাথার খোঁজ পেয়েছে। গবেষকরা জানিয়েছেন, ভেড়া এবং অন্যান্য প্রাণীর মাথা রাজা ফারাও রামসেস দ্বিতীয়কে নৈবেদ্য হিসেবে দেওয়া হয়েছিল। অনুসন্ধান দলের প্রধান সামেহ ইস্কান্দার বলেন, ‘ফারাও রামসেসের মৃত্যুর পর তার সমাধিতে পশু বলি দেওয়া হয়। জবাইয়ের জন্য বেশির ভাগ ভেড়া ব্যবহার করা হতো। প্রাচীন মিসরীয়রা তাদের রাজাদের জন্য পশু উৎসর্গ করত। দ্বিতীয় রামসেস ১৩০৪ থেকে ১২৩৭ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্রায় ৭০ বছর মিসর শাসন করেছিলেন।’ মিসরের সুপ্রিম কাউন্সিল অব অ্যান্টিকুইটিজের প্রধান মুস্তাফা ওয়াজিরি বলেছেন, দ্বিতীয় রামসেসের মন্দির এবং তার নির্মাণকাল ২৩৭৪ থেকে ২১৪০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৩২৩ থেকে ৩০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ছিল। এই আবিষ্কারের ফলে প্রাক-টলেমাইক যুগের ক্রিয়াকলাপ সম্পর্কে আরও জানতে সহায়ক হবে।

 

সর্বশেষ খবর