রবিবার, ২ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ভারতীয় রুপিতে লেনদেন শুরু মালয়েশিয়ার

ভারতীয় রুপিতে লেনদেন শুরু মালয়েশিয়ার

ভারত এবং মালয়েশিয়া এখন থেকে দ্বিপক্ষীয় বাণিজ্য ভারতীয় রুপির মাধ্যমে নিষ্পত্তি করতে পারবে। গত জুলাইয়ে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) আন্তর্জাতিক বাণিজ্যে ভারতীয় রুপিতে লেনদেনের সিদ্ধান্ত নেয়। সে সিদ্ধান্ত অনুযায়ী, ভারত-মালয়েশিয়া এখন থেকে রুপিতে লেনদেন করতে পারবে বলে গতকাল আরবিআই জানিয়েছে। দ্বিপক্ষীয় বাণিজ্যে রুপি ব্যবহারের এ উদ্যোগের লক্ষ্য হলো বৈশ্বিক বাণিজ্যিক প্রবৃদ্ধি সহজতর ও ভারতীয় রুপিতে বিশ্ববাণিজ্যে দেশগুলোর আগ্রহের প্রতি সমর্থন করা। কুয়ালালামপুর-ভিত্তিক ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ব্যাংক অব মালয়েশিয়া (আইআইবিএম) ভারতের ইউনিয়ন ব্যাংকে রুপি লেনদেনের বিশেষ অ্যাকাউন্টের মাধ্যমে ইতোমধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে রুপির লেনদেনের কার্যক্রম সচল করেছে। ভারতের ইংরেজি দৈনিক ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দ্বিপক্ষীয় অংশীদারিত্বের মূল ভিত্তি। দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করছে ভারত-মালয়েশিয়া। ভারতের ১৩তম বৃহৎ বাণিজ্যিক অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে মালয়েশিয়া। আর মালয়েশিয়ার শীর্ষ ১০ বাণিজ্যিক অংশীদারের তালিকায় আছে ভারত। আসিয়ানের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদারও ভারত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর