রবিবার, ২ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

পাকিস্তানে বিনামূল্যের খাদ্য সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে মারা গেলেন ১১ জন

পাকিস্তানের করাচিতে একটি খাদ্য বিতরণ কেন্দ্রে পদদলিত হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রমজান উপলক্ষে একটি কারখানার বাইরে বিনামূল্যে খাদ্য বিতরণের সময় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। সূত্র : আল জাজিরা।

খবরে বলা হয়, কারখানাটির বাইরে খাবার সংগ্রহ করতে উপস্থিত কয়েক শ মানুষ একে অপরকে ধাক্কা দিয়ে আগে যাওয়ার চেষ্টায় থাকলে এই পদদলনের ঘটনা ঘটে। মৃতদের মধ্যে আট নারী ও তিন শিশু রয়েছে। করাচির পুলিশ কর্মকর্তা মুঘিস হাশমি জানান, যে কারখানার মালিক এ খাবার বিতরণের আয়োজন করেছেন তিনি পুলিশকে এ বিষয়ে অবহিত করেননি। ফলে খাবার বিতরণ সম্পর্কে পুলিশ কিছু জানত না। জানলে সেখানে পুলিশ সদস্যদের মোতায়েন করা হতো। এদিকে পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ খবর