মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

মৃত্যুদণ্ড বাতিল করল মালয়েশিয়া

মৃত্যুদণ্ড বাতিল করল মালয়েশিয়া

মালয়েশিয়ায় মৃত্যুদণ্ডের বিধান বাতিলে আইন সংস্কার বিলে মালয়েশিয়ার সংসদের নিম্নকক্ষ ভোট দিয়েছে। এমপিরা মৃত্যুদণ্ড বাতিলের পক্ষে। বিলটি এখন দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষে যাবে। এরপর দেশটির রাজা স্বাক্ষর করলে এটি আইনে পরিণত হবে। মালয়েশিয়া ২০১৮ সাল থেকে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ দিয়েছে। সে সময় দেশটি প্রথম এ সাজা পুরোপুরি বিলুপ্ত করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু দেশটির বিভিন্ন রাজনৈতিক মহলের চাপে সরকার তা পরিবর্তন করতে পারেনি। কিন্তু গতকাল পার্লামেন্টে আইনপ্রণেতারা হত্যা ও সন্ত্রাসসহ ১১টি মারাত্মক অপরাধের সাজা হিসেবে বাধ্যতামূলক মৃত্যুদণ্ড বাতিলের পক্ষে ভোট দেয়। পার্লামেন্টের নিম্নকক্ষে গৃহীত আইন অনুসারে, মৃত্যদণ্ডের বিপরীতে বেত্রাঘাত এবং ৩০-৪০ বছরের সাজার বিধান থাকছে। এর আগে স্বাভাবিক মৃত্যুর আগ পর্যন্ত কারাদণ্ড হওয়ার বিধান ছিল। নতুন প্রস্তাবিত আইনটি হত্যা ও মাদক পাচারসহ বর্তমানে মৃত্যুদণ্ডযোগ্য ৩৪টি অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

গতকাল মৃত্যুদণ্ড বাতিলের বিষয়ে মালয়েশিয়ার উপ-আইনমন্ত্রী রামকরপাল সিং পার্লামেন্টে বলেন, ‘মৃত্যুদণ্ডের শাস্তি অপরিবর্তনীয় ছিল। এই দণ্ড অপরাধ দমনে কাক্সিক্ষত ফল বয়ে আনতে পারেনি।’

সর্বশেষ খবর