ইসলামের তৃতীয় পবিত্র স্থান জেরুজালেমের আল আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের তাণ্ডবে বিশ্বজুড়ে সমালোচনা ও উদ্বেগ তীব্ররূপ নিয়েছে। ইসরায়েলি বাহিনী বুধবার ভোরে মসজিদের ভিতরে থাকা শত শত মুসল্লির ওপর আকস্মিক হামলা চালায়। এ সময় মসজিদের ভিতরে ঢুকে মুসল্লিদের গ্রেফতার, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তারা। রমজানের রাতে ইবাদত করতে আসা সাড়ে ৩০০ এর বেশি ফিলিস্তিনিকে আটকও করে। এ ঘটনা ফিলিস্তিনসহ বিশ্ব মুসলিমদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। এ ছাড়া বৈশ্বিক পর্যায়েও তৈরি করেছে উদ্বেগ।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মসজিদের ভিতরের লোকজনকে ইসরায়েলি বাহিনীর মারধরের ছবি দেখে বিস্মিত ও আতঙ্কিত হয়েছেন বলে তার মুখপাত্র উল্লেখ করেছেন। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, অব্যাহত সহিংসতার কারণে তারা ভীষণভাবে উদ্বিগ্ন। তারা উভয়পক্ষের প্রতি আরও সহিসংতা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ বলেছেন, আমরা পবিত্র স্থানগুলোতে লাল রেখা অতিক্রম করার বিরুদ্ধে দখলদারদের সতর্ক করছি, যা বড়ো ধরনের আশঙ্কার জন্ম দিচ্ছে।