মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
কংগ্রেসের অভিযোগ

নতুন আড়ি পাতার যন্ত্র কিনছে সরকার

ভারত সরকারের বিরুদ্ধে আড়ি পাতার খবর বেশ পুরনো। ইসরায়েলের স্পাইওয়্যার ‘পেগাসাস’-এর পর এবার  ‘কগনাইট’ নামে একটি যন্ত্র কিনছে মোদি সরকার। এই অভিযোগ দেশটির বিরোধী দল কংগ্রেসের। এ জন্য ৯৮৬ কোটি রুপি খরচ করছে সরকার। এই যন্ত্র রাজনীতিবিদ, সাংবাদিক, গণতান্ত্রিক ও মানবাধিকার আন্দোলনকর্মীর ওপর নজরদারি করতে ব্যবহৃত হবে। সরকারের সমালোচনার  জবাব দিতেই এই ব্যবস্থা বলে অভিযোগ কংগ্রেসের।

 

সর্বশেষ খবর