বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বার্ড ফ্লুতে বিশ্বের প্রথম মৃত্যু চীনে

মানুষের মধ্যে বিরল বার্ড ফ্লুতে চীনে এক নারীর মৃত্যু হয়েছে। বিশ্বে এ ধরনের বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে এটি প্রথম মৃত্যুর ঘটনা বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিউএইচও)। বার্ড ফ্লুর এইচ৩এন৮ ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে তার মৃত্যুর ঘটনা ঘটেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ৫৬ বছর বয়সী নারী ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়ার পর গুরুতর নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি গত মাসে মারা যান। এ ভাইরাসটি সাধারণত পাখিদের মধ্যে বেশি পাওয়া যায়।

সর্বশেষ খবর