শিরোনাম
শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বিজেপিবিরোধী ঐক্য গড়ছেন রাহুল গান্ধী-নীতীশ

বিজেপিবিরোধী ঐক্য গড়ছেন রাহুল গান্ধী-নীতীশ

ভারতে আগামী বছরের লোকসভা নির্বাচন। এই নির্বাচন নিয়ে উত্তপ্ত এখন দেশটির রাজনৈতিক দলগুলো। আর নির্বাচনে নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানাতে বিজেপিবিরোধী জোট করতে যাচ্ছে কংগ্রেসসহ একাধিক দল। এ লক্ষ্যে বুধবার নয়াদিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়েগ-এর বাসায় বৈঠক করেছেন একাধিক দলের শীর্ষ নেতারা। বৈঠকে ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী ও সংযুক্ত জনতা দলের নেতা নীতীশ কুমার, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়েগ, বিহারের উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব। এই বৈঠক নীতীশের উপস্থিতিকে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ বলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়েগ। বৈঠকের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, বিরোধী ঐক্য গড়তে আমরা একটি পদক্ষেপ নিয়েছি। বিরোধী সব দলকে নিয়ে একটি ঐক্য গড়ার চেষ্টা চলছে। আর নীতীশ কুমার বলেছেন, এই ঐক্য প্রক্রিয়ায় অন্যান্য বিরোধী দলগুলোকে যুক্ত করার চেষ্টা করছি যাতে আমরা একসঙ্গে এগিয়ে যেতে পারি। মূলত দুটি ক্ষেত্রে বিরোধী ঐক্য গড়তে চাইছেন খড়েগ। প্রথমত, লোকসভা নির্বাচনের আগেই কোনো আনুষ্ঠানিক বিরোধী জোট বা মঞ্চ তৈরির বদলে যত বেশি সম্ভব আসনে বোঝাপড়ার মাধ্যমে বিজেপিবিরোধী ঐক্যবদ্ধ প্রার্থী দেওয়া যায়। দ্বিতীয়ত, আনুষ্ঠানিক বিরোধী জোট না ঘোষণা করার ফলে সেই জোটের নেতা কে হবেন, তা নিয়ে বিতর্ক এড়িয়ে যাওয়া যাবে। অনেক বিরোধীদেরই আপত্তি রয়েছে বুঝে কংগ্রেস আগেভাগে রাহুলকে বিরোধী জোটের নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করবে না। ইতোমধ্যেই বিরোধী নেতাদের সঙ্গে বৈঠকে রাহুল নিজেও সেই ‘বার্তা’ দিয়েছেন। বিরোধীদের জোট গঠনকে কৌরবদের চেষ্টার সঙ্গে তুলনা করেছেন বিজেপি নেত্রী খুশবু সুন্দর। তাঁর কথায়, বিরোধীরা ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার এদের দেখে কৌরবদের কথা মনে পড়ে যাচ্ছে। কংগ্রেসও জানে, এই লড়াইয়ে কে জিততে চলেছে।

সর্বশেষ খবর